চকরিয়া ও পেকুয়ায় আ. লীগের ১০ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ২০ নভেম্বর, ২০২১ at ৭:২২ পূর্বাহ্ণ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ার ১০ আওয়ামী লীগ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে কক্সবাজারের এই দুই উপজেলার ১৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের আফজালুর রহমান চৌধুরী, লক্ষ্যারচর ইউনিয়নের মো. সাইকুল ইসলাম, কোনাখালী ইউনিয়নের দিদারুল হক সিকদার, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কামরুজ্জামান সোহেল, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের রবিউল এহেসান লিটন, কাকারা ইউনিয়নের মো. সাহাব উদ্দিন ও ইছমত-ই-এলাহী এবং পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ছদর উদ্দিন ওমর রিয়াজ চৌধুরী, রাজাখালী ইউনিয়নের সৈয়দ নুর ও উজানটিয়া ইউনিয়নের তোফাজ্জল করিম। এদের মধ্যে কোনাখালী ইউনিয়নের দিদারুল হক ও রাজাখালীর সৈয়দ নুর বর্তমান চেয়ারম্যান।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, যারা প্রার্থিতা প্রত্যাহার করবে না, তাদের স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় দপ্তরে সুপারিশ করা হবে। এছাড়া যেসব নেতাকর্মী দলীয় প্রতীক নৌকার পক্ষে কাজ করবে না তাদেরকেও দল থেকে বহিস্কার করা হবে।

পূর্ববর্তী নিবন্ধহার দিয়ে শুরু বাংলা টাইগার্সের
পরবর্তী নিবন্ধজ্ঞান-বিজ্ঞান শিল্প সংস্কৃতিতে বাঙালিরা অনেক এগিয়ে : তথ্যমন্ত্রী