চট্টগ্রামে নতুন শনাক্ত পাঁচ, মৃত্যু এক

আজাদী প্রতিবেদন | শনিবার , ২০ নভেম্বর, ২০২১ at ৭:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাঁচজনই নগরীর বাসিন্দা। এ সময় ১ হাজার ৭৩ টি নমুনা পরীক্ষা হয়। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৩৩৭ জন।
এর মধ্যে নগরীর বাসিন্দা ৭৪ হাজার ৪২ জন, বাকি ২৮ হাজার ২৯৫ জন উপজেলার। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে এক হাজার ৩৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরীর বাসিন্দা এবং ৬০৭ জন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামের সিভিল সার্জন অফিস সূত্র আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে সক্রিয় কোভিড রোগী নেমেছে আট হাজারের নিচে
পরবর্তী নিবন্ধযে গাড়ি এখন কেবলই স্মৃতি