২০২২ কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১ বছরের মতো বাকি আছে। বাছাইপর্বও প্রায় শেষ হওয়ার পথে। এরইমধ্যে ১৩টি দল আনুষ্ঠানিকভাবে বাছাইপর্ব পেরিয়ে গেছে। বাকি জায়গাগুলোর জন্য চলছে হাড্ডাহাড্ডি লড়াই। চলতি আন্তর্জাতিক বিরতির মাঝেই প্লে-অফের লাইনআপও প্রায় চূড়ান্ত হয়ে গেছে। বিশ্বকাপের মূল পর্বে এরইমধ্যে জায়গা করে নেওয়া দলগুলো হলো- সার্বিয়া, ডেনমার্ক, স্পেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা এবং স্বাগতিক হিসেবে সরাসরি সুযোগ পাওয়া কাতার। কাতার এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিচ্ছে। ২০২২ সালের ১ এপ্রিল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে এবং সেখানে বাছাই পেরিয়ে আসা ৩২টি দলকে ভিন্ন ভিন্ন গ্রুপ ভাগ করা হবে।