সিজেকেএস হকি আম্পায়ার্স রিফ্রেশার্স কোর্সের উদ্বোধন

| শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৬:০৩ পূর্বাহ্ণ

মুজিববর্ষ সিজেকেএস ১ম বিভাগ হকি লিগ সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষে গতকাল সকালে সিজেকেএস কনফারেন্সরুমে দুই দিন ব্যাপি হকি আম্পায়ার্স রিফ্রেশার্স কোর্স সিজেকেএস হকি কমিটির চেয়ারম্যান আবুল হাসেমের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক নিজাম উদ্দীন নিজুর সঞ্চালনায় শুরু হয়। কোর্সের উদ্বোধন করেন সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ সাহাবুদ্দীন শামীম। এতে উপস্থিত ছিলেন সিজেকেএস হকি কমিটির সম্পাদক লুৎফুল করিম সোহেল। কোর্সের পরিচালনা করছেন আন্তর্জাতিক হকি আম্পায়ার মো. শাহাবাজ আলী। এ কোর্সে স্থানীয় ১৪ জন হকি আম্পায়ার অংশগ্রহণ করছে। আজ ১৯ নভেম্বর বিকাল ৪ টায় এ কোর্সের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ প্রদান করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআর্চারিতে সোনা জয়ের মিশনে নামছেন আজ রুবেল-দিয়া
পরবর্তী নিবন্ধচিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন তামিম