মোহরায় জালনোটসহ জালিয়াত চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকা থেকে ৩৬ হাজার টাকার জালনোটসহ জালিয়াত চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-৭। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়। পরে তাদের চান্দগাঁও থানায় সোপর্দ করা হলে গতকাল বৃহস্পতিবার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম আদালত। জালিয়াতচক্রের দুই সদস্য হলো, ভোলার লালমোহন থানাধীন চরভুতা গ্রামের মৃত কবির উদ্দিনের ছেলে নসু মিয়া (৩২) এবং লালমোহন থানাধীন পেশকার হাওলা গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে নাজিম উদ্দীন (৩২)। দুইজনই চান্দগাঁও এলাকার ভাড়া বাসায় বসবাস করে আসছিল।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল জানান, গোপন খবরের ভিত্তিতে মোহরা এলাকায় অভিযান চালিয়ে দুই জালনোট কারবারীকে আটক করা হয়। এসময় তাদের প্যান্টের পকেট থেকে ৩৬ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জাল টাকাকে আসল টাকা বলে চালিয়ে আসছে বলে স্বীকার করেছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে চান্দগাঁও থানা সোপর্দ করা হয়েছে।’ চান্দগাঁও থানার ওসি মো. মঈনুর রহমান জানিয়েছেন, র‌্যাব জালনোট চক্রের দুই সদস্যকে আটক করে থানায় দিয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের মহানগর হাকিম আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকর্মক্ষেত্রে জেন্ডার সংবেদনশীল কর্মপরিবেশ জরুরি
পরবর্তী নিবন্ধআজ পিএইচপি ফ্লোট গ্লাস নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল-২৪