কর্মক্ষেত্রে জেন্ডার সংবেদনশীল কর্মপরিবেশ জরুরি

অ্যাডভোকেসি সভায় অভিমত

| শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৫:৫৬ পূর্বাহ্ণ

ইউনাইট থিয়েটার ফর সোশাল এ্যাকশন (উৎস) এবং নারী যোগাযোগ কেন্দ্র চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগরীর একটি রেস্টুরেন্ট মিলনায়তনে ‘কর্মক্ষেত্রে জেন্ডার সংবেদনশীল কর্মপরিবেশ’ শীর্ষক এক অ্যাডভোকেসি সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। নারী যোগাযোগ কেন্দ্র মহানগর আহ্বায়ক সালমা জাহান মিলির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মাধবী বড়ুয়া, ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া, সাংবাদিক ডেইজি মউদুদ, ব্রাইট বাংলাদেশ ফোরামের উপদেষ্টা নাসরিন সুলতানা খানম। প্রকল্প ব্যবস্থাপক মুহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক মোস্তফা কামাল যাত্রা। সভায় ধারণা পত্র উপস্থাপন করেন নারী যোগাযোগ কেন্দ্রের সমন্বয়কারী রীপা পালিত। সভায় বক্তারা বলেন, নারীর কর্মক্ষেত্রের অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে অন্যতম হলো যৌন হয়রানি। বিশেষ করে পোশাক শিল্প কারখানায় নারীরা শারীরিক, মৌখিক ও মানসিক বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হতে পারেন। উন্নয়নের ভাষায় ‘জেন্ডার সংবেদনশীল কর্মপরিবেশ’ নারী-পুরুষ উভয়ের জন্য সমান জরুরি। নারী-পুরুষ একসাথে কাজ করতে পারলেই সমাজের, প্রতিষ্ঠানের এবং সর্বোপরি রাষ্ট্রের উন্নয়ন সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে অগ্নি দুর্গত পরিবারকে আর্থিক সহায়তা
পরবর্তী নিবন্ধমোহরায় জালনোটসহ জালিয়াত চক্রের দুই সদস্য গ্রেপ্তার