উখিয়ায় অস্ত্রসহ ২ জনকে আটক করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার ভোর চারটার দিকে হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ হাজির পাড়া এলাকা হতে এ ২ জনকে আটক করা হয়েছে। অস্ত্রসহ আটক ব্যক্তিরা হলেন চৌধুরীপাড়া গ্রামের হাজীরপাড়ার মোহাম্মদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম বাপ্পী (২২), মৃত রশিদ আহমদের ছেলে মোহাম্মদ সালাম (৪৩)।
আটক ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী একটি দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। আটক আসামিদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।