রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, পৌর এলাকায় যেসব অনাথালয়, এতিমখানা আছে প্রায় সবগুলোকে পৌরসভার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। এতিম ও অনাথ শিশুরা স্ব স্ব প্রতিষ্ঠানে অন্যান্য শিক্ষার্থীদের মত সব সুযোগ সুবিধা নিয়ে আবাসিক ব্যবস্থায় পড়া লেখা করছে। গত মঙ্গলবার রাউজান সদর এতিমখানার শিক্ষার্থীদের জন্য খাদ্যসামগ্রী প্রদান করতে গিয়ে মেয়র একথা বলেন। এসময় এতিমখানার শিক্ষার্থীদের জন্য চাল, সয়াবিন, ডাল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য প্রদান করা হয়। এতিমখানার পক্ষে হাফেজ তৌহিদুল ইসলাম ও হাফেজ শাহাদাৎ হোসেন খাদ্যসামগ্রী গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্যনেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর জানে আলম জনি, হোসাইন আজাদ, আবু সালেক প্রমুখ।