শুশ্রুষা

ঋষিণ দস্তিদার | শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৫:৪৯ পূর্বাহ্ণ

গাঢ় অন্ধকারে একা
শুয়ে আছে কলঘর
কালো দূরের আকাশ
রূপালী তারার ঘ্রাণ
বীতশোক রয়ে গেল
আঙুলে আঙুলে জ্বর
জড়িয়ে আসছে দীনতা
শুশ্রুষু জলের ধ্বনি
চলে এসো
খুব কাছে চলে এসো।

জানালা খুলে দিলে
আলো, স্তিমিত প্রাণ
নিয়ে আসে যদি
বালি নুন মেঘের পালক!
হিংসায় দগ্ধ নগর
ছাইভস্মে শীতার্ত মাছ
মুখ গুজে, নীল।

অসুখ পুড়ছে না তবু,
ছড়িয়ে যাচ্ছে ক্ষতে
দেশলাই দাহ্যে মশালে
লেলিহান পাড়ায় পাড়ায়
গোপন ডুবুরির খোঁজ-
ভীতু সন্দিগ্ধ পাতালপথে
শাদা ভাতে রক্ত মাখছ
কারা আছ, পরিত্রাণহীন?
ঠোঁটে জিভে উন্মাদ শ্লোক
ভেঙে পড়ছে শুচিতা
শুশ্রুষু জলের ধ্বনি
ফিরে এসো-
মানুষের বুকে উঠে এসো।

পূর্ববর্তী নিবন্ধচল্লিশ কদম
পরবর্তী নিবন্ধতোমাকে