নির্বাচনে আমরা আর কোনো সহিংসতা চাই না

চন্দন কুমার বড়ুয়া | শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৫:১৯ পূর্বাহ্ণ

নির্বাচনে আমরা আর কোনো সহিংসতা চাই না
যে কোন নির্বাচনে পক্ষ প্রতিপক্ষের মধ্যে নির্বাচনী আমেজ, উৎসাহ, উদ্দীপনা ও উত্তেজনা থাকে। তবে এই উত্তেজনা সহিংসতায় রূপ নিক, কিংবা কারো প্রাণ সংহার হোক তা করোরই কাম্য নয়। সম্প্রতি স্থানীয় সরকার পর্যায়ে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের সহিংসতায় মৃত্যু সংখ্যা এতো বেড়েছে যে, যা অতীতের রেকর্ড ছাড়িয়েছে। নির্বাচনী সহিংসতায় মৃত্যুর মিছিল আর লম্বা করা যাবে না। অনেকেই নির্বাচনী সহিংসতায় এসব মৃত্যুকে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দলীয় কোন্দলকে দায়ী করছেন। দলীয় কোন্দল, বিদ্রোহী প্রার্থীর সংখ্যা বেশী যাই বলি না কেন, তারা তো দেশেরই নাগরিক। নির্বাচন সুষ্ঠ ও নিরাপদ করার সুপ্রিম ক্ষমতা নির্বাচন কমিশনের। কোন অঞ্চলে নির্বাচনী সহিংসতা বেশি হতে পারে, কোন কেন্দ্র অতিঝুঁকিপূর্ণ সে এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাই তো নির্বাচন কমিশনের প্রধান কাজ। সময় এসেছে এসব নির্বাচনগুলো রাজনৈতিক দলের পরিচয়ে নয় নির্দলীয় পরিচয়ে পরিচালনা করা। মুক্তিযুদ্ধের চেতনার ধারক, অসাম্প্রদায়ীক রাজনৈতিক দল হিসাবে জাতির প্রত্যাশা পূরণে বাংলাদেশ আওয়ামীলীগ ও সরকারের নীতি নির্ধারণী মহল এবিষয়ে দ্রুত চিন্তার বিকাশ ঘটাবেন। আর নির্বাচন কমিশন জনগণের স্বতস্ফুর্ত অংশগ্রহণ, স্বচ্ছ ও নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ সৃষ্টি করে নিজেদের যোগ্যতার প্রমাণ দিবেন। স্থানীয় পর্যায়ের নির্বাচনে আমরা আর কোনো সহিংসতা চাই না। কাণ্ডজ্ঞানহীন দায়িত্বে অবহেলার কারণে কোনো মায়ের বুক খালি হোক তা চাই না। আগামীতে নির্বাচন কমিশন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সহিংসতা রোধে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করবে, এটাই জাতির প্রত্যাশা।
লেখক :প্রাবন্ধিক ও উন্নয়ন সংগঠক।

পূর্ববর্তী নিবন্ধভাড়া নিয়ে বিপাকে শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধআমজনতা খেলার পুতুল