উত্তরা ব্যাংকের ৪৫ কোটি ৬৪ লাখ ৪৪ হাজার ১৯৮ টাকা আত্মসাতের অভিযোগে করা একটি জারি মামলায় মো. শামসুল আলমসহ ইলিয়াছ ব্রাদার্সের পাঁচ পরিচালককে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকীরা হলেন, মো. নুরুল আবছার, মো. নুরুল আলম, কামরুন নাহার বেগম ও তাহমিনা বেগম। গতকাল বুধবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, ব্যাংক কর্তৃপক্ষ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি চেয়ে আবেদন করলে বিচারক সরাসরি সাজা প্রদান করেন। এটিই ইলিয়াছ ব্রাদার্সের পরিচালকদের বিরুদ্ধে আমাদের আদালতের প্রথম সাজা। এর আগে তাদেরকে অন্য কোনো মামলায় সাজা প্রদান করা হয়নি। তিনি আরও বলেন, প্রায় ৮ টি ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ইলিয়াছ ব্রাদার্সের পরিচালকরা প্রায় হাজার কোটিরও বেশি টাকা আত্মসাত করেছেন।
আদালত সূত্র জানায়, উত্তরা ব্যাংক আগ্রাবাদ শাখার ৪৫ কোটি ৬৪ লাখ ৪৪ হাজার ১৯৮ টাকা আত্মসাতের অভিযোগে মেসার্স ইলিয়াস ব্রাদার্স নামের কোম্পানি ও পাঁচ পরিচালকের বিরুদ্ধে ২০১২ সালে একটি অর্থঋণ মামলা দায়ের হয়। পরের বছরের ২৭ আগস্ট এ মামলায় রায়ও ঘোষণা হয়। রায়ে ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধের কথা বলা হয়। কিন্তু আসামিরা টাকা পরিশোধ করেননি। একপর্যায়ে ব্যাংক কর্তৃপক্ষ ২০১৩ সালের ১৩ নভেম্বর টাকা ফেরত পেতে একটি জারি মামলা দায়ের করে। সে মামলায় তারা আদালতে হাজিরও হন। কিন্তু পরে হাজির হওয়া বন্ধ করে দেন। টাকাও ফেরত দিচ্ছিলেন না। সময়ক্ষেপণ করতে থাকেন।












