বাঁশখালীতে ৬৪০০ ইয়াবাসহ আটক ৪

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

বাঁশখালীতে অভিযান চালিয়ে ৬ হাজার ৪০০ ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে বাঁশখালীর কঙবাজার-পেকুয়া সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্র জানায়, পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় পুইছড়ি ফুটখালী ব্রীজের পাশে অভিযান পরিচালনা করে ৪ হাজার ২০০ ইয়াবাসহ রাজীব (২৬) ও রফিক আহমদকে (৫২) আটক করে। একই স্থানে অপর অভিযানে ২ হাজার ২০০ ইয়াবাসহ ওবায়দুল হক (১৮) ও সরোয়ার কামালকে (২০) আটক করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসিএমপি ট্রাফিকের চার পরিদর্শক পদে রদবদল
পরবর্তী নিবন্ধমাওলানা ভাসানী পুঁজিবাদী রাজনীতির বিরুদ্ধে ছিলেন