অনুশীলনে নিজেদের প্রস্তুত করছে বাংলা টাইগার্স

দুবাই থেকে ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ৬:০৬ পূর্বাহ্ণ

তিন দিনের কোয়ারেন্টাইন শেষে মাঠে নেমে পড়েছে বাংলা টাইগার্স। আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক টিম আবুধাবির মুখোমুখি হবে বাংলা টাইগার্স। আর সে ম্যাচকে সামনে রেখে গতকাল থেকে অনুশীলন শুরু করেছে বাংলা টাইগার্স। আবুধাবি একাডেমি মাঠে নিজেদের ঝালাই করে নিচ্ছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা একমাত্র দল বাংলা টাইগার্স। নিজেদের তৃতীয় আসরে এসে বেশ শক্তিশালী দল গড়েছে বাংলা টাইগার্স। আগেই ঘোষণা করা হয়েছে এবারে টুর্নামেন্টে শিরোপার জন্য মাঠে নামবে বাংলা টাইগার্স। গতকাল সেটা আরো একবার স্মরণ করিয়ে দিলেন দলটির কোচ স্টুয়ার্ট ল। তিনি জানান এবারের আসরে সবদিক থেকে একটি ব্যালেন্স দল গঠন করেছে তারা। মাঠে নিজেদের সেরাটা দিতে পারলে শিরোপা ছাড়া আর কোন কিছু ভাবার সুযোগ নেই। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে চান স্টুয়ার্ট ল। যদিও প্রতিপক্ষ সম্পর্কে তার বেশ সতর্ক ধারণা। কারণ দলটিতে রয়েছে ক্রিস গেইল এর মত ক্রিকেটার। তারপরও যেহেতু এটি ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্শন সেহেতু এখানে যে কোনো কিছু হতে পারে। তবে তারা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। দলে রয়েছে ডুপ্লেসিস চার্লস জনসন, মোহাম্মদ আমিরের মত অভিজ্ঞ ক্রিকেটার। দলের ব্যাটিং বোলিং সবদিক থেকে একেবারেই জমাট। এখন শুধু মাঠে পারফর্ম করার অপেক্ষা। নিজের দলের বোলিংটাকে সেরা শক্তি বলছেন বাংলা টাইগার্স কোচ। পেস আর স্পিন দুই বিভাগেই বেশ শক্তিশালী। আর ব্যাটিংয়ে তাদের রয়েছে লম্বা লাইন। কাজেই শিরোপা জয়ের সব রসদ তার দলে রয়েছে বলে মনে করেন বাংলা টাইগার্স কোচ। দলের বেশিরভাগ ক্রিকেটার খেলার মধ্যে ছিল। ডুপ্লেসিস তো আইপিএল সেরা হয়েছে। বাকিরা সবাই নানাভাবে খেলার মধ্যে ছিল। কাজেই দল নিয়ে তিনি সন্তুষ্ট। এখন শিষ্যদের কাছ থেকে সেরাটা বের করে আনতে চান এই অস্ট্রেলিয়ান।
প্রথম দিনের অনুশীলনী দলের সব ক্রিকেটার হাজির ছিল। বেশ ভালই ঘাম ঝরিয়েছে ক্রিকেটাররা। মাঠে নিজেদের সেরাটা দিতে নিজেদেরকে প্রস্তুত করে রাখছেন। ক্রিকেটারদের লক্ষ্য দলকে শিরোপা জেতানো। আর সেই অভিযান প্রথম ম্যাচ দিয়ে শুরু করতে চায় বাংলা টাইগার্স এর ক্রিকেটাররা। প্রতিটা ম্যাচকে নিজেদের জন্য চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে ক্রিকেটাররা। যেহেতু এটি ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সন সেহেতু এখানে পা পিছলানো কোন সুযোগ নেই। সাবধানতার সাথে প্রতিটা ম্যাচকে গুরুত্বের সাথে বিবেচনা করছে ক্রিকেটাররা। দলের বোলিং কোচ শন টেইট তার বোলারদের নিয়ে আলাদা ভাবে কাজ করছে। ফিল্ডিং কোচ পল নিঙন ঝালিয়ে নিচ্ছেন তার ক্রিকেটারদের। সব মিলিয়ে প্রথম দিনের অনুশীলনটা ভালোই কেটেছে বাংলা টাইগার্স এর। যদিও মূল লক্ষ্য মাঠে সেরাটা দেওয়া। জয় দিয়ে আবুধাবি টি টেন ক্রিকেট লিগ শুরু করতে পুরোপুরি প্রস্তুত বাংলা টাইগার্স।

পূর্ববর্তী নিবন্ধ‘আয়নায় মুখ’ দেখার ব্যাখ্যা দিলেন মুশফিক
পরবর্তী নিবন্ধব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে জেতেনি কেউই