হাটহাজারীতে তিন প্রজাতির ২১ সাপ উদ্ধার, জঙ্গলে অবমুক্ত

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৭ নভেম্বর, ২০২১ at ৫:৪৯ অপরাহ্ণ

হাটহাজারীর কয়েকটি এলাকা থেকে ১৮টি পদ্ম গোখরা, ১টি দুধরাম, ২টি ঘর গিন্নি সাপের বাচ্চা উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ।

আজ ‍বুধবার (১৭ নভেম্বর) উপজেলার মেখল, নন্দীরহাটের পূর্বে শাহ আলমের বাড়ি থেকে ১৮টি পদ্ম গোখরা, সন্দ্বীপ পাড়ার সোনামিয়া সর্দারের বাড়ি থেকে ১টি দুধরাম সাপ ও ফতেপুর মদনহাট এলাকার শেখ কমিউনিটি সেন্টারের সামনের একটি ভাড়া বাসা থেকে ২টি ঘর গিন্নি সাপের বাচ্চা এসআরটিবিডি-এর সহযোগিতায় উদ্ধার করা হয়।

এ বিষয়ের উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী জানান, আজ বূধবার সকালে খবর পেয়ে ১৮টি পদ্ম গোখরা, ১টি দুধরাম ও ২টি ঘর গিন্নি সাপের বাচ্চা ঘটনাস্থলে গিয়ে এসআরটিবিডি-এর সহযোগিতায় উদ্ধার করি। পরে আমাদের আওতাধীন গহীন জঙ্গলে সাপগুলোকে অবমুক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু
পরবর্তী নিবন্ধপণ্যবাহী গাড়ির ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত