তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নাক না গলাতে আবারও হুঁশিয়ার করেছে চীন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, তাইওয়ানের স্বাধীনতায় উৎসাহ দেওয়াটা হবে আগুন নিয়ে খেলা করা। খবর বিডিনিউজের। জো বাইডেন জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর দুই দেশের নেতার মধ্যে মঙ্গলবারই প্রথম আনুষ্ঠানিক শীর্ষ বৈঠক হয়। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন তারা। বৈঠকে বিশ্বের প্রতি দায়িত্বের অংশ হিসেবে সংঘাত এড়ানো এবং ব্যক্তিগত সম্পর্কের ওপর জোর দিয়েছেন দুইজনই। কিন্তু তারা সবচেয়ে স্পর্শকাতর বিষয়, স্বশাসিত দ্বীপ তাইওয়ান ইস্যু এড়াতে পারেননি। তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ মনে করে চীন। বেইজিং প্রয়োজনে বলপ্রয়োগ করে হলেও কোনও না কোনওদিন তাইওয়ানকে মূল ভূখন্ডের সঙ্গে সংযুক্ত করে নিতে চায়। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক সম্পর্ক আছে। তবে তাইওয়ান কখনও চীনের হামলার শিকার হলে তাদেরকে সুরক্ষা দেওয়ার অঙ্গীকারও করে রেখেছে ওয়াশিংটন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, সামপ্রতিক উত্তেজনার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান কর্তৃপক্ষকে দায়ী করেছেন। স্বাধীনতার লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সহায়তা পেতে তাইওয়ান বারবার উত্তেজনা তৈরির পথে হেঁটেছে বলে অভিযোগ করেন শি। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ মারাত্মক বিপজ্জনক, ঠিক আগুন নিয়ে খেলার মতো। আগুন নিয়ে যে খেলবে সে-ই পুড়ে যাবে।