চাপের মুখে কাবুলের পাসপোর্ট দপ্তরের সিস্টেম ক্র্যাশ

| বুধবার , ১৭ নভেম্বর, ২০২১ at ১১:১১ পূর্বাহ্ণ

বায়োমেট্রিক নথি ইস্যু করার যন্ত্রপাতি অকার্যকর হয়ে যাওয়ায় কাবুলের পাসপোর্ট দপ্তরের কাজ কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। এক দিনে হাজার হাজার পাসপোর্ট প্রার্থীর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার চাপে যন্ত্রপাতিগুলো নষ্ট হচ্ছে বলে দপ্তরটির প্রধান জানিয়েছেন। খবর বিডিনিউজের। নতুন তালেবান সরকারের শাসনে আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে দেখা দেওয়া উদ্বেগ এবং অর্থনৈতিক ও মানবিক সংকটের কারণে লাখ লাখ লোক বেকারত্ব ও ক্ষুধার মুখে পড়ায় নাগরিকদের মধ্যে দেশ ছাড়ার হিড়িক লেগেছে, প্রতিদিন কয়েক হাজার লোক সীমান্ত অতিক্রম করছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। আফগানিস্তানের পাসপোর্ট বিভাগের প্রধান আলম গুল হাক্কানি জানিয়েছেন, তাদের কাবুল দপ্তরের সামনে একদিনে ১৫ থেকে ২০ হাজার মানুষ এসে অবস্থান নেয়, এ সংখ্যা দপ্তরটির ক্ষমতার পাঁচ থেকে ছয় গুণ, অনেকে দপ্তরের সামনে ফুটপাতে শুয়েই রাতে পার করে। আবেদন জমা দিতে না পারায় অনেকেই দিনের পর দিন আসতে থাকেন, নথি প্রক্রিয়াকরণ করতে করতে বায়োমেট্রিক মেশিন বারবার নষ্ট হয়ে যাওয়ায় আরও দেরি হয়ে যায় বলে জানিয়েছেন তিনি। সোমবার রাতে টোলো নিউজ টেলিভিশনকে তিনি বলেন, লোকজনের এই ধরনের ভোগান্তি বন্ধ করতে ও ঝামেলা এড়াতে আমরা পাসপোর্ট বিভাগের কার্যক্রম কয়েকদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে দপ্তরটি শিগগিরই খুলবে বলে জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাসপোর্ট পাওয়ার জন্য ভুয়া বা জাল নথি ব্যবহার করায় পাসপোর্ট বিভাগের বেশ কয়েকজন কর্মীসহ ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসু চির বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ
পরবর্তী নিবন্ধআগুন নিয়ে খেলবেন না