মিসাইল ছুড়ে স্যাটেলাইট ধ্বংস করল রাশিয়া

| বুধবার , ১৭ নভেম্বর, ২০২১ at ১১:০৯ পূর্বাহ্ণ

রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা আন্তর্জাতিক স্পেস স্টেশনের নভোচারীদের বিপদগ্রস্ত করেছে, এমন অভিযোগ জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। খবর বিডিনিউজের। রাশিয়ার এ পরীক্ষাকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানশূন্য’ মন্তব্য করে এর নিন্দা করেছে ওয়াশিংটন। বিবিসি জানিয়েছে, ওই পরীক্ষায় রাশিয়া নিজেদের একটি উপগ্রহ উড়িয়ে দেয়, কিন্তু এতে সৃষ্ট ধ্বংসাবশেষের কারণে আইএসএসের নভোচারিদের ক্যাপসুলে গিয়ে আশ্রয় নিতে হয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সোমবারের ওই পরীক্ষায় উৎপন্ন ধ্বংসাবশেষ পৃথিবীর নিম্ন-কক্ষপথে একটি আবর্জনার ক্ষেত্র তৈরি করেছে আর তা আইএসএসকে বিপদগ্রস্ত করেছে এবং বছরের পর বছর ধরে মহাকাশ তৎপরতার ক্ষেত্রে বিপত্তি হিসেবে বিরাজ করবে। বর্তমানে মহাকাশ ওই স্টেশনটিতে সাত জন নভোচারি আছেন। তাদের চার জন যুক্তরাষ্ট্রের, দুই জন রাশিয়ার ও একজন জার্মানির। নাসা জানিয়েছে, পরীক্ষার পরপরই পূবসতর্কতা হিসেবে নভোচারিদের মহাকাশ স্টেশনটিতে ভিড়িয়ে রাখা মহাকাশ যানের ক্যাপসুলগুলোতে দুই ঘণ্টার জন্য আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬৫.৯৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসু চির বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ