বিয়ে নিয়ে উদ্বেগ ছিল, বিয়ের বিরুদ্ধে ছিলাম না : মালালা

| মঙ্গলবার , ১৬ নভেম্বর, ২০২১ at ১০:৪৭ পূর্বাহ্ণ

তালেবানের গুলিতে মৃত্যুমুখ থেকে ফিরে আসা পাকিস্তানি নারীশিক্ষা কর্মী এবং সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই সদ্য বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরুর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন। খবর বিডিনিউজের। এক সময়কার একটি সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মালালার মন্তব্য ঘিরে চলছে এ সমালোচনা। ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেওয়া ওই সাক্ষাৎকারে মালালা বলেছিলেন, আমি এখনও বুঝি না মানুষ কেন বিয়ে করে। আপনি একটা মানুষের সঙ্গে থাকতে চাইলে এর জন্য কাগজপত্র সই করার দরকার কী? কেন দুইজন মানুষ অংশীদারিত্বের ভিত্তিতে জীবন ভাগ করে নিতে পারে না? গত জুলাইয়ে ওই মন্তব্য করেছিলেন মালালা। এরপর গত সপ্তাহেই তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আসার মালিকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। লন্ডনে তাদের বিয়ে হয়। মঙ্গলবার মালালা এক টুইটে সে খবর দেওয়ার পরই বিয়ে নিয়ে আগেকার ওই মন্তব্যের জন্য সমালোচিত হচ্ছেন তিনি। এই সমালোচনার মুখে রোববার বিবিসি’র অ্যান্ড্রু মার শো’ তে হাজির হয়ে মালালা বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪৫.৭৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধকরোনায় ৩ বিরল তুষার চিতাবাঘের মৃত্যু