চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার মোট লেনদেনের হয়েছে ৪৫.৭৫ কোটি টাকা। মোট ১৩,৩৬৫ টি লেনদেনের মাধ্যমে মোট ১.৩০ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৯.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২০,৩২৩.১২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৯.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৪৩.১৬ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৭.১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৫৫.৩২ তে। সিএসইএসমেক্স সূচক গতকাল অপরিবর্তিত ছিলো তা হলো ৬৭৩.৭৩। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮২,৯৯৬.৭৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৫,৬৩২.১৩ কোটি টাকায়। সিএসইতে ৩৬৬ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮২ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০৪ টির, কমেছে ১৬৪ টির আর অপরিবর্তিত রয়েছে ১৪ টির ।