সিজেকেএস প্রথম বিভাগ হকি লিগে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র-চট্টগ্রামের এক সভা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেমের সভাপতিত্বে গত ১৩ নভেম্বর সিজেকেএস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি মোহাম্মদ মশিউর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রামের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খোরশেদ আলম যুদ্ধাহত, মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ কামরুজ্জামানকে চেয়ারম্যান ও মোহাম্মদ রিতাব উদ্দিন বাবুকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র চট্টগ্রাম হকি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন ভাইস চেয়ারম্যান সাহেদ মারাদ সাকু, আবু সাঈদ মাহমুদ রনী, সদস্য মিজানুর রহমান সজিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কাজী মুহাম্মদ রাজিশ ইমান। প্রেস বিজ্ঞপ্তি।