বাঁশখালীর সরলে পুকুরে ডুবে সানিয়া নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সানিয়া সরল ইউনিয়নের মিনজিরিতলা গ্রামের মোহাম্মদ রুবেলের কন্যা। গতকাল সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। সামিয়ার স্বজন মোহাম্মদ মিজান জানান, পরিবারের লোকজন দুপুরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় শিশুটি উঠানে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। খুঁজতে খুঁজতে পরিবারের সদস্যরা পুকুরে তার লাশ ভাসতে দেখে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষণা করে। বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জিহান নুর জানান, সরলে পানিতে পড়া শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।