লোহাগাড়ার চুনতিতে মাইক্রোবাসে তল্লাশী করে ৭ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত মাইক্রোবাস। গ্রেপ্তারকৃতরা হল, ভোলার চর ফ্যাশন মুজিব নগর এলাকার নাছির মিয়া বাড়ির মো. নেছারের পুত্র মো. মিজান (৩২) ও শেরপুরের পোড়াগাঁও টিলপাড়া ভাটখুশি এলাকার মো. আবদুস সাত্তারের পুত্র আবদুল হান্নান (৪১)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, চট্টগ্রামমুখী মাইক্রোবাসে তল্লাশী করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় দুই পাচারকারীকে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।