গৌরবের প্রান্তর প্রসঙ্গে

আ ফ ম মোদাচ্ছের আলী | মঙ্গলবার , ১৬ নভেম্বর, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

অভীক ওসমান আমার নাটকের কমরেড। অনন্য সৃজনশীলতার বহুমাত্রিক মানুষ। আর তিনিই প্রকাশ করলেন তাঁর মতো করে একজন আবদুল মালেককে। যিনি একাধারে সম্পাদক, সমাজসেবক, সার্বজনীন শ্রদ্ধার মানুষ।নিজ জন্মস্থান চট্টগ্রামের বহুমাত্রিক ইতিহাস তিনি তুলে ধরেন, সংরক্ষণ ও পরিচর্যা করেন। চট্টগ্রামের মানুষ হিসেবে আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। এই মানুষটিকে নিয়ে লেখার প্রয়োজন ছিল যা অভীক ওসমান করেছেন। ধন্যবাদ ওসমান ভাই। আর যাঁকে নিয়ে লেখা এই গ্রন্থ সেই তিনি শ্রদ্ধেয় আবদুল মালেক যখন আমাকে বইটি উপহার দেন তখন কৃতজ্ঞতা প্রকাশের ভাষা হারিয়ে ফেলি। ঘরে ফিরে গোগ্রাসে বইটির পাতায় পাতায় বিচরণ করে নেপথ্যচারী আবদুল মালেককে আরো বিশদভাবে জানি। জানি তাঁর দৃঢ়তা, রসবোধ, মানবিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতার কথা। চট্টগ্রামের সামপ্রতিক হেরিটেজ রক্ষা আন্দোলনে আজাদী এবং সম্পাদক হিসেবে তাঁর সামর্থ্যের মধ্যে থেকে আজতক আমরা যাঁরা এই হেরিটেজ রক্ষা আন্দোলন করছি সকলকে নৈতিক সমর্থন দিয়ে গেছেন যা ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা থাকবে। বইটির নান্দনিক প্রচ্ছদ ও অঙ্গসজ্জার জন্য ধন্যবাদ জানাই বরেণ্য চারুশিল্পী দীপক দত্তকে।

পূর্ববর্তী নিবন্ধমিনিবাসের সর্বনিম্ন ভাড়া পুনর্মূল্যায়ন করা হোক
পরবর্তী নিবন্ধএ ভোগান্তির শেষ কোথায়?