বড়পুল ও আমান বাজারে বিআরটিএ’র ২৬ মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৫ নভেম্বর, ২০২১ at ১১:৩৩ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদ বড়পুল এলাকা এবং হাটহাজারী রোডের আমান বাজারে অভিযান চালিয়ে নানান অপরাধে ২৬ যানবাহনকে মামলা ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে বিআরটিএ। গতকাল রোববার সকালে পৃথক অভিযান পরিচালনা করেন দুই ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত দুটির নেতৃত্ব দেন বিআরটিএ আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমা ও আদালত-১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্‌্েরট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার।
বিআরটিএ সূত্রে জানা গেছে, ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়ির ডকুমেন্ট হালনাগাদ না থাকাসহ নানান অপরাধে নগরীর বড়পুল এলাকায় ১৫ যানবাহনকে মামলা এবং ১০ হাজার টাকা জরিমানা করেন বিআরটিএ আদালত-১৩। অন্যদিকে একই সময়ে হাটহাজারী সড়কের আমান বাজারে পরিচালিত আরেক অভিযানে ১১ মামলায় ২০ হাজার টাকা জরিমানা করেন বিআরটিএ আদালত-১১।

পূর্ববর্তী নিবন্ধএমপিওভুক্তির দাবিতে অনার্স মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধচিটাগাং পাইওনিয়ার রোটারি ক্লাবের শিক্ষা বৃত্তি প্রদান