সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম সংলগ্ন ব্যাসকুণ্ডের পাশে পাহাড় চূড়ায় প্রতিষ্ঠিত শঙ্কর মঠের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী অনুষ্ঠান। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি। খবর বাংলানিউজের।
তিনি বলেন, শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজ ১৯২১ সালে শঙ্কর মঠ প্রতিষ্ঠা করেন। তাঁর শিষ্য শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজ শঙ্কর মঠের সাথে মিশন সংযুক্ত করে শঙ্কর মঠ ও মিশনকে পৃথিবীব্যাপী বিকশিত করে তোলেন। প্রতিষ্ঠা করেন সংস্কৃত কলেজ, অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম, গীতা শিক্ষাকেন্দ্র, আধ্যাত্মিক যোগ কেন্দ্র, দাতব্য চিকিৎসালয়, গো-পালন কেন্দ্র এবং গাছ ও নানান রকম ফুলের সমাহারে সৃজন করেন বিশাল বনায়ন। বনায়নের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় পর্যায়ে আমরা প্রথম পুরস্কার পেয়েছি। শঙ্কর মঠ ও মিশনের সাথে শতবর্ষের উপহার হিসেবে সংযোজন হয়েছে শ্রীশ্রী বিশ্বনাথ মন্দির। আগামীকাল ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত শঙ্কর মঠের শতবর্ষ পূর্তি, শ্রীশ্রী বিশ্বনাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন, শ্রীশ্রী বিশ্বনাথ শিব প্রতিষ্ঠা ও রুদ্রাভিষেক, শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ গিরি মহারাজের ১৫০তম, শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৩তম এবং শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৬৬তম শুভ আবির্ভাব দিবস ও অখণ্ড গীতাপাঠের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।