নগরের মাঝিরঘাট থেকে তিন টন জাটকা জব্দ করেছে সামুদ্রিক মৎস্য অধিদপ্তর। গত রাত ৮টার দিকে সংস্থাটির পরিসংখ্যান কর্মকর্তা মো. জহিরুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব জাটকা জব্দ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে আলোচনা করে জব্দকৃত জাটকার বিষয়ে আজ সোমবার সিদ্ধান্ত নেয়া হবে। মো. জহিরুল হক দৈনিক আজাদীকে বলেন, কর্ণফুলী কোল্ড স্টোরেজের সামনে সাম্পান থেকে জাটকাগুলো নামানো হয়েছিল। আমাদের উপস্থিতি টের পেয়ে মালিক পালিয়ে যায়। পরে আমরা জাটকাগুলো জব্দ করি। রাত হয়ে যাওয়ায় জাটকগুলো একটা কোল্ড স্টোরেজে সংরক্ষণ করেছি। সোমবার জেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে আলাপ করে জব্দকৃত জাটকা এতিমখানায় দেয়া হবে কী না তার সিদ্ধান্ত নিব। অভিযানে ছিলেন সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিদর্শক মো. মনজুর আলম, এস এম সাজ্জাদ উদ্দিন, মো. আলতাফ হোসেন ও গোলাম মুর্তুজা।
প্রসঙ্গত, ৯ ইঞ্চির ছোট সাইজের ইলিশকে জাটকা বলা হয়। তবে সাইজে পরিবর্তন এনে গত ১ নভেম্বর থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চির নিচের ইলিশকে জাটকা বলে অভিহিত করে এ সাইজের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এসময় জাটকা বিক্রয়-বিপণন ও সংরক্ষণ করাও দণ্ডনীয় অপরাধ।