ইডিইউর শিক্ষার্থীদের সামনে নরওয়েতে পড়তে যাওয়ার সুযোগ

| সোমবার , ১৫ নভেম্বর, ২০২১ at ১১:২৭ পূর্বাহ্ণ

ইস্ট ডেল্টা ইউনভার্সিটির (ইডিইউ) অগ্রযাত্রায় এবার সম্পৃক্ত হল স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন নরওয়ে ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস। সম্প্রতি উভয় বিশ্ববিদ্যালয়ের মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির অধীনে এঙচেঞ্জ প্রোগ্রামের আওতায় এখন ইডিইউর শিক্ষার্থীরা এক সেমিস্টারের জন্য পড়তে এবং ফ্যাকাল্টি মেম্বাররা পিএইডির জন্য নরওয়ের এ বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে। একইসাথে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরাও আসার সুযোগ পাচ্ছে ইডিইউতে। উভয় বিশ্ববিদ্যালয়ই গবেষণা ও জ্ঞানের উন্নয়নে পরস্পরের রিসোর্স ব্যবহার করবে। এর ফলে দুই দেশের, বিশেষত বাংলাদেশের গবেষণার নতুন দিক উন্মোচন হবে।
এ ব্যাপারে ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার উন্নত পরিবেশ ও সুযোগ-সুবিধা দিতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি বদ্ধ পরিকর। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুগ্মভাবে কাজ করছে ইডিইউ। নরওয়ের বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর একটি ওয়েস্টার্ন নরওয়ে ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস। এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আমাদেরকে সমৃদ্ধ করবে। ওয়েস্টার্ন নরওয়ে ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস এর রেক্টর গানার ইয়েট্রি বলেন, মানবসমাজের উন্নয়নে কাজ করছে আমাদের বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে বৈচিত্র্যময় গবেষণা ও শিক্ষাসংস্কৃতির সাথে সম্পৃক্ত হতে আগ্রহী আমরা। বাংলাদেশে বিশ্বমানের শিক্ষা দিচ্ছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। এই চুক্তির ফলে দুই বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি উভয় দেশ উপকৃত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ায় বিমান হামলায় বেসামরিক মৃত্যু লুকিয়েছে যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধ৩ জন বরেণ্য শিল্পীকে নিবেদিত স্মরণানুষ্ঠান