চিটাগাং ক্লাব লিমিটেড আয়োজিত বার্ষিক সাঁতার প্রতিযোগিতা গত ১২ নভেম্বর সম্পন্ন হয়। একই দিন ক্লাব সুইমিং পুলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু। সু্্ইমিং পুল বিভাগের মেম্বার ইনচার্জ মো. আাজিজুল হাকীম স্বাগত ভাষণ দেন। অনুষ্ঠানে ক্লাব নির্বাহী কমিটি মেম্বার জাবেদ হাসেম নান্নু,রুমানা হায়াত, আলী আহসান সেলিম, এ এ এম ইমতিয়াজ চৌধুরী রকি সহ বহু ক্লাব মেম্বার সপরিবারে উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে লেডি সুইমিং প্রতিযোগিতা সম্মিলিতভাবে উদ্বোধন করেন লেডি সুইমিং সাব কমিটির সদস্যাবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন আশরাফুন্নেনসা মুন্নি, তাহমিনা গিয়াস, শাহানারা খান, ফারজানা হাকীম প্রমুখ।