লোহাগড়ায় মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল

| সোমবার , ১৫ নভেম্বর, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

লোহাগড়া আমিরাবাদ সরাইয়ে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন ও খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়েখ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ দক্ষিণ চট্টগ্রাম সমন্বয় পরিষদের আওতাধীন ১৭৭নং আমিরাবাদ শাখার উদ্যোগে আজিমুশশান এশায়াত মাহফিল ও মোশায়ারা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আবদুল হকের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন আল্লামা ফোরকান। বিশেষ অতিথি ছিলেন আল্লামা জালালুদ্দিন। মোশায়ারা পরিচালনা করেন হামদ নাত পরিষদের সদস্য শায়ের মোহাম্মদ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ আমজাদ হোসেন, মুহাম্মদ আবু তৈয়ব, মুহাম্মদ মোবাশ্বের আলম, মুহাম্মদ শোয়েব, মুহাম্মদ ইউনুস প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ-জাতি বিশ্ব মুসলিম উম্মাহর সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাদার্ন ইউনিভার্সিটিতে ২৮তম একাডেমিক কাউন্সিলের সভা
পরবর্তী নিবন্ধরাউজানে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ