শালীন ও শৃঙ্খলিত পরিবেশে হোক র‌্যাগ ডে

মুহাম্মদ তাফহীমুল ইসলাম | সোমবার , ১৫ নভেম্বর, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

র‌্যাগ ডে’ নাম ধারণ করে গত কয়েকদিনে দেশের কিছু মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে যা হয়েছে তা চরম আপত্তিকর। মাধ্যমিক শেষ করে শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকের দিকে অগ্রসর হচ্ছে। বিদায় বেলায় শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ড তাদের দশ বছরের শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রশ্ন তৈরি হয়েছে, এতো বছরে শিক্ষার্থীরা কি শুধু এইটুকুই শিখেছে! এবারে র‌্যাগ ডে নামে যা হয়েছে তা আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের পরিপন্থি। দেশে নানান নতুন পদ্ধতি আবিস্কৃত হচ্ছে প্রতিদিনই। র‌্যাগ ডে তার ব্যতিক্রম নয়। কিন্তু র‌্যাগ ডে নামে এমন অশালীন, অশ্লীল কর্মকাণ্ড কোনোভাবেই মানা যায় না। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একদমই না। তাই এই র‌্যাগ ডে শালীনতা ও শৃঙ্খলার মধ্যে থাকাই উচিত।
লেখক: সংগঠক

পূর্ববর্তী নিবন্ধযানজট নিরসনে পদক্ষেপ নিন
পরবর্তী নিবন্ধরাজনীতি হোক মানবতার