দখল থেকে কর্ণফুলীকে বাঁচান : সুজন

| রবিবার , ১৪ নভেম্বর, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

অবৈধ বালি উত্তোলন, দখল, দূষণ ও মৎস্য সম্পদ ধ্বংসের হাত থেকে কর্ণফুলী নদীকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল শনিবার কর্ণফুলী মৎস্য সম্পদ রক্ষা কমিটির নেতৃবৃন্দ সুজনের সাথে তাঁর উত্তর কাট্টলীস্থ বাসভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
কর্ণফুলী মৎস্য সম্পদ রক্ষা কমিটির নেতৃবৃন্দ কর্ণফুলী নদীতে অবৈধ বালি উত্তোলন, দখল, শিল্প, কল-কারখানার দূষণ, বর্জ্য নিক্ষেপ বন্ধ করা এবং মৎস্য সম্পদ রক্ষা বিষয়ে সুজনের সাথে মতবিনিময় করেন। নেতৃবৃন্দ এ ব্যাপারে সুজনের সহযোগিতা কামনা এবং যে কোনো কর্মসূচিতে পাশে থাকার অনুরোধ জানান। এছাড়া কর্ণফুলী রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার উপরও গুরুত্বারোপ করেন সুজন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণফুলী মৎস্য সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক আলী রিয়াজ খান রঙি, মিঠুন চৌধুরী, জসীম উদ্দিন, মো. আজম, রকি খান, মো. বাসেক, মো. ফখরুদ্দিন, মো. মনির, ইসতিয়াক হোসেন, মো. শাকিব প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবর্তমান সরকারের প্রচেষ্ঠায় প্রতিটি শিশুকে স্কুলমুখী করা হচ্ছে
পরবর্তী নিবন্ধদেশের বাজারে বীর সিমেন্টের যাত্রা শুরু