বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) নাজিরহাট পৌরসভা সংসদকে ১০০ কপি গীতা প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি পূর্ব সুয়বিল সর্বজনীন গীতা ও জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হয়। গীতা প্রদান করেন প্রধান অতিথি ডা. মানিক চন্দ্র দেবনাথ।
এ সময় উপস্থিত ছিলেন বাগীশিক উত্তর জেলার সহশিক্ষা সম্পাদক ছোটন দাশ, বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সিনিয়র সহসভাপতি মানস চক্রবর্তী, পাপ্পু দে, সজল চক্রবর্তী, অসীম ভট্টাচার্য, অমিত ভৌমিক সৈকত, শান্ত নাথ, বিভাষ ধর, অঞ্জন চক্রবর্তী, অজয় ভট্টাচার্য ও সুজন ধর। প্রেস বিজ্ঞপ্তি।












