বৈশ্বিক অতিমারি করোনা আন্তর্জাতিক ও দেশিয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে, বাড়িয়েছে দারিদ্র্য। মানুষের আয় কমেছে, খাদ্য নিরাপত্তায় ব্যাঘাত ঘটিয়েছে। বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। আন্তর্জাতিক বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। রপ্তানি আয় হ্রাস পেয়েছে। বিভিন্ন বহুজাতিক বিনিয়োগ ও প্রকল্প বন্ধ হয়ে গেছে। প্রবাসী আয় হ্রাস পেয়েছে। বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। কর্ম হারিয়েছে অসংখ্য মানুষ। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিখাত। করোনা মহামারীর মারাত্মক প্রভাব মানুষের জীবন ও জীবিকাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। বেড়েছে নারীর প্রতি সহিংসতাও। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম আয়োজিত প্রখ্যাত রাজনীতিক ও শ্রমিক নেতা চৌধুরী হারুনর রশিদ স্মারক বক্তৃতা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. রাশেদ আল মাহামুদ তিতুমীর তার স্মারক বক্তব্যে এসব কথা তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।












