চমেক ওয়ানস্টপ ইর্মাজেন্সি কেয়ারে প্রগ্রেসিভ ট্রাস্টের ওটি টেবিল প্রদান

| রবিবার , ১৪ নভেম্বর, ২০২১ at ১০:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতলের ওয়ানস্টপ ইমার্জেন্সি কেয়ারে এক লাখ পনের হাজার টাকার একটি অপারেশন টেবিল (ওটি) প্রদান করেছে। চমেক হাসপাতলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবিরের নিকট চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের চেয়ারম্যান সাংবাদিক মো. ইসকান্দর আলী চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ অপারেশন টেবিল ওটি হস্তান্তর করেন। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. রাজীব পালিত, নার্সিং সুপার ইনসাফী হান্না, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ডা. শাহানা বেগম, নির্বাহী পরিচালক সাংবাদিক সিরাজুল করিম মানিক, পরিচালক প্রকৌশলী শেখ এহছানুল হক চৌধুরী, পরিচালক জাহাঙ্গীর আলম, পরিচালক মো. মাহতাব উদ্দিন, সাংবাদিক ওসমান জাহাঙ্গীর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু পরিবর্তন মোকাবেলায় ইকো-একটিভিস্টের ওয়েবিনার
পরবর্তী নিবন্ধচকবাজার ও আশেপাশের সড়ক যানজটমুক্ত রাখার আহ্বান