অবিলম্বে তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে হবে

বিক্ষোভ সমাবেশে জাফরুল ইসলাম

| শনিবার , ১৩ নভেম্বর, ২০২১ at ৮:২৯ পূর্বাহ্ণ

জ্বালানি তৈল, গ্যাস, পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক ও নগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে নগরীর কালামিয়া বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে গতকাল শুক্রবার বিকেলে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, মহামারী করোনা কাটিয়ে না উঠতেই সরকার তেল, গ্যাস, পরিবহন ভাড়া বাড়িয়ে জনগণকে দুর্ভোগে ফেলেছে। দ্রুত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমিয়ে জনসাধারণের ক্রয়ক্ষমতার আওতায় আনতে হবে। অন্যথায় বিক্ষুব্ধ জনতাকে সাথে নিয়ে সরকার পতন আন্দোলন জোরদার করা হবে।
সভায় আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম, মোশাররফ হোসেন, অ্যাডভোকেট ইফতেখার মহসিন, চন্দনাইশ জেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী, মুজিবুর রহমান, লায়ন হেলাল উদ্দিন, অ্যাডভোকেট শওকত ওসমান, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহান, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রাহী, জেলা মহিলা দল নেত্রী আফরোজা বেগম জলি। বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল গফ্‌ফার চৌধুরী, অ্যাড. মো. ফোরকান, হুমায়ুন কবির আনছার, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, বোয়াখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ইসহাক চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, পটিয়া উপজেলা বিএনপির সদস্য খোরশেদুল আলম, হাজী রফিকুল আলম, চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।
উত্তর জেলা বিএনপি : বিএনপি উত্তর জেলা শাখার উদ্যোগে তেল গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক ইউনুস চৌধুরী। আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আমিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নূর মোহাম্মদ, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মো. এনাম, সেলিম চেয়ারম্যান, আবু আহমেদ হাসনাত, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আনোয়ার হোসেন, আবু জাফর চৌধুরী, সালাহউদ্দিন সেলিম চেয়ারম্যান, ছোলায়মান মঞ্জু, জয়নাল আবেদীন, ইউসুফ নিজামী, আতিকুল ইসলাম লতিফী, হাসান মোহাম্মদ জসিম, সৈয়দ নাসির উদ্দিন, শফিউল আলম চৌধূরী, মোহাম্মদ সিদ্দিক, জাহাঙ্গীর আলম হেলালী, নার্গিস আক্তার, বদরুল ইসলাম, নিজামুদ্দিন কমিশনার, মাওলানা ফারুক, বিএনপি নেতা সেলিম নুর, মুসলেহ উদ্দিন, এসএম ফারুক, কে আলম, রহমত উল্লাহ, লাইলী ইয়াসমিন, মুনিরুল ইসলাম, নুর মোহাম্মদ, গিয়াস উদ্দিন, আলাউদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাড. জানে আলমের নাগরিক শোকসভার প্রস্তুতি
পরবর্তী নিবন্ধগণফোরাম চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা কর্মী সভা