আলাদা দুটি দল নিয়ে একই সময়ে দুই দেশে একসঙ্গে দুটি সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আগামী মার্চে পাকিস্তান সফর চলাকালে নিউজিল্যান্ডে খেলবে তাদের আরেকটি দল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠা দুই দল আগামী মার্চে মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। ওই সময়ই দুই যুগ পর অস্ট্রেলিয়া দল খেলবে পাকিস্তানের মাটিতে। আগামী ৩ মার্চ করাচি টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। এরপর রাওয়ালপিন্ডি টেস্ট শুরু ১২ মার্চ, লাহোর টেস্ট ২১ মার্চ। তিন ওয়ানডের প্রথমটি হবে ২৯ মার্চ। পরের দুটি যথাক্রমে ৩১ মার্চ ও ২ এপ্রিল। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ৫ এপ্রিল।