সেনাশাসিত মিয়ানমারের একটি আদালত মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টারকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। ফেনস্টারকে ‘অন্যায়ভাবে’ আটকে রাখার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিল। সেই আহ্বান উপেক্ষা করেই গতকাল শুক্রবার ৩৭ বছর বয়সী এ সাংবাদিককে উসকানি দেওয়া, অভিবাসন আইনের লংঘন ও বেআইনী সংগঠনের সঙ্গে যোগসাজশের দায়ে সাজা দেওয়া হল। খবর বিডিনিউজের।
মার্কিন এই সাংবাদিক যে অনলাইন ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক, সেই ফ্রন্টিয়ার মায়ানমার ফেনস্টারের সাজাকে ‘কঠোর’ অ্যাখ্যা দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মিয়ানমারে গত কয়েক বছরের মধ্যে ফেনস্টারই প্রথম বিদেশি সাংবাদিক যাকে কারাদণ্ড দেওয়া হল।
গণতন্ত্রের পথে টালমাটাল পায়ে এগিয়ে যাওয়া দেশটিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী নোবেলজয়ী নেত্রী অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয়। এরপর তাদেরকে কয়েক মাস টানা বিক্ষোভ ও ধর্মঘটেরও মুখোমুখি হতে হয়েছে। চলতি বছরের মে-তে মিয়ানমার ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন ফেনস্টার। ইয়াংগনের কুখ্যাত ইনসেইন কারাগারে রাখা হয় তাকে।