সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

| শনিবার , ১৩ নভেম্বর, ২০২১ at ৭:২৮ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ নেতাকে দিয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছে সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল। গত বৃহস্পতিবার সাতকানিয়া সদর এলাকায় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুস ছবুরের নেতৃত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, গত সোমবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন দিয়েছে। কমিটি ঘোষণার একদিনের মধ্যেই পদত্যাগ করেছেন ঘোষিত কমিটির আহ্বায়ক। ৩১ সদস্যের ঘোষিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক দেলোয়ার হোসেন আওয়ামী রাজনীতির সাথে জড়িত। সে সাতকানিয়া সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড তাঁতী লীগের সভাপতি। এরই মধ্যে কমিটি থেকে পদত্যাগ করে নিজ থেকে অব্যাহতি নিয়েছেন দেলোয়ার হোসেন। এছাড়া বক্তারা দেলোয়ার হোসেনকে বিএনপি থেকে বহিষ্কারের জোর দাবি জানান। সমাবেশে সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় রোটারী ক্লাবের স্বাস্থ্য ক্যাম্প
পরবর্তী নিবন্ধনিষ্পাপ অটিজম স্কুলে স্পিচ এন্ড ল্যাংগুয়েজের প্রশিক্ষণ র্কমশালা