আমাদের প্রতিটি নীতি ও পরিকল্পনায় মানবিকতা থাকতে হবে

লায়ন্স ক্লাবের অনুষ্ঠানে ড. শামীম রেজা ।। মানবসেবায় কামরুন মালেক ও কে পি দাশকে গোল্ড মেডেল প্রদান

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৩ নভেম্বর, ২০২১ at ৬:৫৬ পূর্বাহ্ণ

মানবসেবায় স্বীকৃতিস্বরূপ সাবেক জেলা গভর্নর লায়ন কামরুন মালেক এবং লায়ন কে পি দাশকে গোল্ড মেডেল দিয়েছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশাল জেলা ৩১৫বি-৪। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর চিটাগং ক্লাবের হলরুমে অনুষ্ঠিত ডিজি’স কল সেমিনার এবং গোল্ড মেডেল প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে ছিলো ডিজি’স কল ‘সার্ভ ফর ম্যানকাইন্ড’ বা মানবতায় মানবসেবার ওপর সেমিনার। সেমিনারের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এসএম শামীম রেজা। তিনি বলেন, আমাদের নবী (দ.) তার শেষ ভাষণে যেই বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন সেটি নিয়ে কোথাও আলোচনা হয় না। শেষ ভাষণে ওনি বলেছেন-যা হওয়ার হয়ে গেছে। এখন কারো ওপর প্রতিশোধ নেয়ার দরকার নেই। অর্থাৎ প্রতিশোধ নেয়র বিষয়টি তিনি সিলগালা করে দিয়েছেন। তাঁর এই কথাগুলো যদি মানা হতো, তাহলে মানবতা এতটা বিপর্যস্ত হতো না। দেখেন আমরা শিক্ষায় অনেক দূর এগিয়ে গিয়েছি, আমরা যতটা লেখাপড়া শিখতে পারছি, অনেক উন্নত দেশে তা পারছে না। আমি কমনওয়েলথের ছোট একটা কমিটিতে শিক্ষাবিষয়ক কাজ করেছি। সেখান থেকে যে রিপোর্টগুলো আসে আমার যদি ভুল হয়ে না থাকে, মাস্টার্স পর্যায়ে সেখানে ২৫-২৬ শতাংশও এখন পড়ছে না। আবার স্নাতক পর্যায়ে সেখানে ৩০-৩৫ শতাংশ বেশি পড়ছে না। সেখানে দেখুন, আমাদের এত বেশি স্নাতক আমরা চাকরি দিতে পারছি না। এখানে অনেক বড় বড় উদ্যোক্তা আছেন, অনেক বড় বড় প্রতিষ্ঠানের কর্ণধারেরা আছেন, অনেক সময় আমরা শুনি আপনারা যাদের তৈরি করছেন তা আমাদের কাজে লাগছে না। অনেকে কৌশলের কথা বলছেন, আমার মনে হয়, দুইদিন পরে বলতে না হয়, আপনি যে শিক্ষার্থী দিলেন এরমধ্যে তো মানবিকতাও দেখি না। মানবিক গুণাবলী কিভাবে বের করা যায়। আমরা একবার প্রস্তাব করলাম-বিসিএস পরীক্ষায় মানবিক গুণাবলীর ওপর ২০ নম্বর রাখা যায় কিনা। একজনে প্রশ্ন করলেন, মানবিক গুণাবলী কি আর এভাবে বিচার করা যায়। মানে সে কখনো কোনো সংগঠন করেছে কিনা, কোনো সাংস্কৃতিক কার্যক্রমে জড়িত ছিলো কিনা। আরেকটা বিষয় হচ্ছে, ধর্মের মানবিকতার বিষয় একরকম, দর্শনে মানবিকতা এক রকম, বাণিজ্যে মানবিকতা এক রকম। মানবিকতার আসলে একক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। কেবল বক্তৃতা দিয়ে মানবিকতা শেখানো যাবে না। আমাদের ভুলে যাওয়া চলবে না আমার স্বাধীন হয়েছিলাম মানব মর্যদা প্রতিষ্ঠার জন্য। আমাদের প্রতিটা নীতি পরিকল্পনায় মানবিকতা থাকতে হবে।
দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক বলেন, আমি একটা কথা সব সময় বলি, যেখানে প্রয়োজন সেখানে লায়ন। আমরা লায়নরা কিন্তু সেবার ক্ষেত্রে কাউকে দয়া দাক্ষিণ্য দেখাই না। যেহেতু্‌ আমরা সমাজে একটা ভালো অবস্থানে আছি, সেজন্য আমাদের আশপাশে যারা একটু কম সৌভাগ্যবান আছে, তাদের দিকে সেবার হাত প্রসারিত করে উপরিওয়ালাকে কৃতজ্ঞতা প্রকাশ করি। এই বিশ্বে আমেরিকাতেও অনেকে মানবতার জন্য কাজ করে। কিছুদিন আগে একটা রিপোর্ট এসেছে, সেখানে প্রতিদিন ১১ জন মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেন। আমাদের দেশে এই যে মিয়ানমার থেকে ১০ লাখ লোক চলে এসেছে। সেখানে আরেকটা সমস্যা হচ্ছে- প্রতি বছর ১ লাখ শিশু বেড়ে যাচ্ছে। এই ৪ বছর পরে আরো ৪ লাখ যোগ হয়েছে। রোহিঙ্গারা বিতাড়িত হয়ে আমাদের এখানে এসেছে, তাদের জন্য আমাদের সরকার যে মানবিকতার হাত প্রসারিত করেছে। আমরা যদি তাদের আসতে না দিতাম, তাদের গুলি করে মারা হতো। অন্যদিকে গত দুই বছর ধরে কোভিডের জন্য আমাদের কি অবস্থা হলো। আমরা কতটা দারিদ্র্যসীমার নিচে নেমে গেছি। এরমধ্যে কিছু লোক ভালো ব্যবসাও করেছে। ব্যবসা করবে এটা স্বাভাবিক। যারা ব্যবসা করবে তাদের একটা নৈতিক দায়িত্ব্‌ আছে। দায়িত্ব আছে বলে আমরা লায়নিজম করি। যেমন এই সমাজে ব্যবসা করে আমি এত অর্থ প্রতিপত্তি মালিক হলাম, তখন আমাদের কাছ থেকে যারা কম সৌভাগ্যবান তাদের পাশে আমরা দাঁড়াই।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশাল জেলা ৩১৫বি-৪ সাবেক গভর্নর মনজুর আলম বলেন, আমাদের দরকার শিক্ষিত মানুষ, শুধু শিক্ষিত নয় সুশিক্ষিত। আমাদের দরকার ভালো মানুষ। আমরা পরিবর্তনের কথা বলছি, আমরা সত্যিকার অর্থে কি করছি। আমি যদি চিন্তা করি, আমার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে আমার অংশীদারিত্ব কতটুকু নিশ্চিত করতে পেরেছি। যখন বিভিন্ন সামিটগুলো তখন আমরা তাকিয়ে থাকি, আমাদের মতো দেশের জন্য উন্নত দেশগুলো কি বরাদ্দ রাখছে। আমরা মানবতার কথা বলছি, আমরা লায়নরা দেখিয়ে দিয়েছি, গত দুই বছরে মানবতা কোনো জায়গায় নিয়ে গেছি।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশাল জেলা ৩১৫বি-৪ এর গভর্নর আল সাদাত দোভাষ বলেন, আমার মরহুম পিতা লায়ন আবদুল গাফফার দোভাষের স্বপ্ন বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি। সবার সমন্বয়ে সেটি সুচারুভাবে করার জন্য আমার চিন্তা চেতনা থেকে প্রতিনিয়ত উপলব্ধি করি। আমরা লায়নিজম করি মানবসেবার জন্য। মানুষের মধ্যে মমত্ববোধ ও সেবা এই দুইয়ের সমন্বয়ে আমাদের সকলের ডাক-মানবতায় মানবসেবা। আপনাদের সকলকে নিয়ে আমি কাজ করার স্বপ্ন দেখি।
গোল্ড মেডেলের পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশাল জেলা ৩১৫বি-৪ এর সাবেক গভর্নর লায়ন কামরুন মালেক বলেন, নারী হিসেবে জন্ম, গৃহিণী হিসেবে স্থায়ী, সমাজকর্মী হিসেবে পথচলা, আর নেতৃত্বে সমৃদ্ধি-সবই বিধাতার কৃপায়। আমার স্বপ্ন, নিশ্বাস ও বিশ্বাসের একটি অংশ, একটি অধ্যায়, একটি ইতিহাস-যার নাম এম এ মালেক। আমি কখনো ভাবিনি গ্রামের সবুজ ঘাসে বেড়ে উঠা একটি মেয়ে কামরুন, শহরের বিলাসে এভাবে সংসার জীবন আগলে সরবে নীরবে কাজ করে যেতে পারবো। যতদূর এসেছি নিজের একাগ্রতা আর স্বামীর পথচলার সাহস ও মানুষের ভালোবাসার আস্থায়। তাই কৃতজ্ঞতা সবার প্রতি। যত না দিয়েছি, পেয়েছি তার চেয়ে বেশি। এই ঋণ শোধ হবার নয়। তাই মনে হয় এই মণিহার আমার নাহি সাজে। প্রশংসা আমায় লজ্জিত করে। কিন্তু গোপনে আমি প্রশংসার জন্য প্রার্থনা করি বলেছেন-রবীন্দ্রনাথ।
গোল্ড মেডেল সম্মাননা অপর গুণীজন লায়ন কে পি দাশ বলেন, প্রজন্মের পর প্রজন্ম লায়নের এই সেবার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। এটা অনুরোধ। তাহলে মৃত্যুর পর আমার আত্মা শান্তি পাবে। আমাদের এই জেলা অত্যন্ত গুণীজন সমৃদ্ধ। যাদের চিত্ত বিত্ত সমাজের অবহেলিতদের জন্য নিবেদিত। জীবদ্দশায় আমি প্রত্যেকের স্বীকৃতি কামনা করি।
গোল্ড মেডেল প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি চবির সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ভাষাবিজ্ঞানী ড. মো. শহীদুল্লাহ বলেছিলেন-যে সমাজে গুণীব্যক্তিদের সম্মান করা হয় না, সে সমাজে গুণীব্যক্তি জন্মগ্রহণ করে না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান। আমরা যদি জ্ঞান সভ্যতার কথা চিন্তা করি, আজকের এই আধুনিক বিজ্ঞানমনস্ক সমাজের আদি পিতা ছিলেন সক্রেটিস। তিনি দুইটি কথা বলেছেন-জ্ঞানই সর্বোত্তম গুণ। আবার বলেছেন-জ্ঞানই শক্তি। জ্ঞানকে কেন শক্তি বলেছেন তার ব্যাখ্যা দিয়েছেন। মানুষ সবাই শিক্ষিত, কিন্তু জ্ঞানী নয়। ইসলামেও জ্ঞানের কথা বলা হয়েছে, শিক্ষার কথা নয়। পার্থক্য বুঝতে হবে। রাসুলে পাক (সা.) বলেছেন-জ্ঞান অর্জনের যদি সুদূর চীনে যেতে হয়, তাহলে চীনে যাও। সক্রেটিস যেটার জন্য বলেছেন- জ্ঞানই সর্বোত্তম গুণ। শিক্ষা মানুষকে ওই অর্থে মানবিক করে তুলবে। অন্যের দুঃখে আমি ব্যথিত হবো। অন্যের কষ্টে আমার ভিতরে যতক্ষণ রক্তক্ষরণ হবে না, ততক্ষণ আমার শিক্ষাকে জ্ঞানে পরিণত করতে পারবো না। তিনি জ্ঞানী যিনি অন্যের কষ্টে ব্যথিত হন।
লায়ন অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং বাচিকশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় দুই পর্বের অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক জেলা গভর্নর লায়ন মোশতাক হোসেন, সাবেক জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন কবির উদ্দিন ভূইঁয়া, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশাল জেলা ৩১৫বি-৪ এর দ্বিতীয় ভাইস গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, ডিজি’স কল সেমিনার কমিটির চেয়ারম্যান লায়ন নুরুল আলম, মেম্বার সেক্রেটারি লায়ন আরিফ আহমেদ। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক শিহাব মালেক, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশাল জেলা ৩১৫বি-৪ এর কেবিনেট সেক্রেটারি লায়ন এসএম আশরাফুল আলম আরজু ও কেবিনেট ট্রেজারার লায়ন আবু বকর সিদ্দিকী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধলালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশি নিহত
পরবর্তী নিবন্ধঅভিযোজনের জন্য বরাদ্দ প্রয়োজন : তথ্যমন্ত্রী