লালমনিরহাটের কালিগঞ্জের গোড়ল ইউনিয়নে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকালে গোড়ল ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন গোড়ল ইউনিয়নের মালগাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে আসাদ এবং মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী। চেয়ারম্যান মাহমুদুল ইসলাম জানান, আসাদ ও ইদ্রিসসহ কয়েকজন সীমান্তে গরু পারাপারে যান। এতে ভারতীয় সীমান্ত বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই দুজন নিহত হন। ভারতীয় বাহিনী বিএসএফ নিহতদের লাশ নিয়ে গেছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ জানান, সীমান্তে দুইজন নিহতের কথা লোক মুখে শুনেছি। তবে কেউ থানায় অভিযোগ করেনি।