রাঙামাটিতে বিজয়ী হলেন যারা

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ নভেম্বর, ২০২১ at ১১:৫১ অপরাহ্ণ

রাঙামাটিতে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেছে স্ব স্ব উপজেলা নির্বাচন অফিস। এরই মধ্যে বেশ কিছু ইউপি নির্বাচনের চূড়ান্ত ফলাফল পাওয়া গেছে।

এর মধ্যে কাপ্তাই উপজেলার রাইখালী, কাপ্তাই সদর এবং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলার কাপ্তাই সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রকৌশলী আব্দুল লতিফ(নৌকা), ওয়াগ্গা ইউনিয়নে চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা(নৌকা) এবং রাইখালীতে মংথুই মারমা(স্বতন্ত্র-আনারস) উপজেলা নির্বাচন অফিস থেকে বেসরকারিভাবে বিজয়ী নির্বাচিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় হতে রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী প্রকৌশলী আবদুল লতিফ পেয়েছেন ৫ হাজার ৬৪১ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন পাটোয়ারী বাদল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৮১৩ ভোট।

২নং রাইখালী ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মংক্য মারমা পেয়েছেন ৬ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীক নিয়ে এনামুল হক পেয়েছেন ১ হাজার ৬৮৪ ভোট এবং নৌকা প্রতীক নিয়ে থোয়াই সা প্রু চৌধুরী(রুভেল) পেয়েছেন ১ হাজার ৪১৫ ভোট।

৫নং ওয়াগ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা। তার প্রাপ্ত ভোট ৩ হাজার ৮২৬ ভোট। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আপাই মারমা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫৪৭ ভোট।

বিলাইছড়ি উপজেলায় বিলাইছড়ি সদর, কেংড়াছড়ি ও ফারুয়া এই ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এগুলোর মধ্যে বিলাইছড়ি সদরে চেয়ারম্যান পদে সুনিল কান্তি দেওয়ান(স্বতন্ত্র) ২ হাজার ৬২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভদ্রসেন চাকমা(নৌকা) পেয়েছেন ১ হাজার ৩০১ ভোট।

কেংড়াছড়ি ইউনিয়নে রামাচরণ মারমা রাসেল ১ হাজার ৪০৬ ভোট পেয়ে(নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমতোষ চাকমা(স্বতন্ত্র) পেয়েছেন ১ হাজার ৯৫ ভোট।

আজ বৃহস্পতিবার রাতে বিলাইছড়ি উপজেলা নির্বাচন অফিসের রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও কেংড়াছড়ি ইউনিয়ন ইউপির রিটার্নিং কর্মকর্তা নিখিলেশ চাকমা বেসরকারিভাবে তাদের দু’জনকে নির্বাচিত ঘোষণা করেন।

এদিকে, বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের নির্বাচনী ফলাফল এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

বরকল উপজেলায় বরকল সদর, সুবলং, আইমাছড়া ও হরিণা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এগুলোর মধ্যে বরকল উপজেলার বরকল সদরে চেয়ারম্যান পদে প্রভাত কুমার চাকমা(নৌকা) ২ হাজার ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নন্দ বিকাশ চাকমা(স্বতন্ত্র) পেয়েছেন ১ হাজার ৬৯৭ ভোট।

শুভলং ইউনিয়নে তরুণ জ্যোতি চাকমা(স্বতন্ত্র) ৪ হাজার ৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পবিত্র চাকমা(নৌকা) পেয়েছেন ২ হাজার ৯৬৩ ভোট।

বরকল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জমির উদ্দিন তাদের দু’জনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

এদিকে, আইমাছড়া ইউনিয়ন ও হরিণা ইউনিয়ন উপজেলা থেকে দুর্গম ও মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে ইউনিয়ন দু’টির চেয়ারম্যান পদে নির্বাচনের ফলাফল পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধরামুতে ৪টিতে নৌকা ও ৭টিতে বিদ্রোহী প্রার্থী জয়ী