ওয়াজেদিয়া উচ্চ বিদ্যালয় : পাঁচলাইশ ওয়াজেদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২১ পরীক্ষার্থীদের বিদায়, কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোরশেদুল আলম কাদেরী। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আখতার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ওয়াজেদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাহেদ হোসেন খান, সাজেদ হোসেন খান। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষিকা করিমুননেছা। সিনিয়র শিক্ষিকা সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আবুল কালাম চৌধুরী, আবু তাহের বিএসসি, রাশেদুল আলম, আবু বকর সিদ্দিক, ধর্মীয় শিক্ষক মাহবুবুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাহেদ হোসেন খান।
কাপ্তাই নুরুল হুদা কাদেরী স্কুল : রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মঙ্গলবার স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।
৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড : সিটি কর্পোরেশন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা দিল হাজী তফসির আহমদ স্মৃৃতি পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম পরীক্ষার্থীদের পড়া-লেখার চ্যালেঞ্জ মোকাবেলা করে সফলতা অর্জন করার তাগিদ দেন। আলোচনায় অংশ নেন শিক্ষানুরাগী মুহাম্মদ হোসেন, মুহাম্মদ সাইফুদ্দিন, মুহাম্মদ শাহ আলম, মুহাম্মদ নুর উদ্দিন, আবদুলাহ আল আহসান হিমেল, মো. নিশাদ, মো. মহিদ্দিন মানিক, ইমতিয়াজ উদ্দিন রাকিব, মুক্তার হোসেন রাজু,শাহরিয়ার শুভ,মো. আহাদ, মুহিদ রাজু,শাহরিয়ার, অভি,নাঈম, ইমন প্রমুখ। পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী।
হাটহাজারীর ঈদগাহ উচ্চ বিদ্যালয় : হাটহাজারী প্রতিনিধি জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম বলেছের প্রযুক্তির এই বিশ্বে নিজেকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে মানসম্মত শিক্ষায় শিক্ষিত হতে হবে। গতকাল বুধবার হাটহাজারীর ঈদগাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ঈদগাহ উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এম মনির হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করেন গুমানমর্দ্দন ইউ পি চেয়ারম্যান মো. মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ সিরাজ দ্দৌল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান।
এশিয়ান আবাসিক স্কুল : এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শিক্ষিকা তাসনুভা তাহরীনের সঞ্চালনায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর আলী হোছাইনের সভাপতিত্বে স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মো. মাসুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন লায়ন মো. আজিজুর রহমান, লায়ন হাজী আব্দুল মন্নান, লায়ন এইচ এম ওসমান সরওয়ার। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর মোহাম্মদ আজম। উপস্থিত ছিলেন শিক্ষক মো. ইউনুছ, রাজিবুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. শাহীন,মামুন,শাহাদাত, সালেহা আক্তার,আইরিন আক্তার, মিতু বড়ুয়া, জান্নাতুল ফেরদৌস, জয়নাব বেগম ও নুর আফরোজা প্রমুখ।
ইমারাতুন্নেসা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় : ইমারাতুন্নেসা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান গতকাল বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক গাজী মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনারারী কনসাল দি কনস্যুলেট অব দি রিপাবলিক অব সাউথ আফ্রিকা সোলায়মান আলম শেঠ। বিশেষ অতিথি ছিলেন চসিক ২নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, মাকসুদুর রহমান, সালাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন আ স ম আবদুল করিম। বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মোক্তার আহমদ, রিপন সুশীল, নুর-উল্লাহ তানভীর, রাজীব তালুকদার, সাইফুল কাদের প্রমুখ। প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সে বিষয়ে শিক্ষকদের ভূমিকা রয়েছে।
বেগমজান উচ্চ বিদ্যালয়: বন্দর থানাধীন হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গত ৭ নভেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোহাম্মদ নাসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহিদ হোসেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন আব্দুল মাবুদ গ্রামার স্কুলের অধ্যক্ষ নুর বেগম, বেগমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম মাহমুদ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।