জনগণের কাছে জবাবদিহি করতে হয়না বলেই সরকার জনমতকে উপেক্ষা করে ডিজেল, কেরোসিন ও এলপি গ্যাসের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি করেছে বলে অভিযোগ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কম ছিল তখন বাংলাদেশে কমানো হয়নি। সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তিনি অবিলম্বে কেরোসিন, ডিজেল ও এলপি গ্যাসের অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
তিনি গতকাল বুধবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে তেল গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মহানগর বিএনপির কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, এ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের অর্থনীতি ধ্বংস করছে। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, বাজারে মুনাফা শিকারীদের অপতৎপরতা অব্যাহত থাকলে সামনের পরিস্থিতি আরো দুর্বিষহ হবে। মো. কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন, মোহাম্মদ মিয়া ভোলা, অ্যাড. আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, হারুন জামান, মোহাম্মদ আলী, নিয়াজ মো. খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।