টেকনাফ পৌরসভা নির্বাচন ২৩ ডিসেম্বর

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১১ নভেম্বর, ২০২১ at ৭:৩৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ, নরসিংদীর রায়পুরা ও পাবনার আটঘরিয়া্ত এই তিন পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর এই তিন পৌরসভার জনপ্রতিনিধি নির্বাচনে ভোট নেওয়া হবে।
গতকাল বুধবার দুপুরে নির্বাচন কমিশনের ৮৯তম কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর এক ব্রিফিংয়ে এই তফসিল ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এই কমিশন সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর জানান, তফসিল অনুযায়ী, তিন পৌরসভা নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৫ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ নভেম্বর।

পূর্ববর্তী নিবন্ধভিড়ের চাপ, ভোগান্তি
পরবর্তী নিবন্ধটেক্সটাইল এলাকা পরিদর্শন করলেন মেয়র