২৮টি কিরিচসহ তিন কিশোরকে গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ। গত সোমবার রাতে আতুরার ডিপো রেলবিটের পশ্চিম পাশের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হচ্ছেন- আলামিন (১৬), আকাশ (১৭) ও মো. জিহাদ (১৬) পিতা-রিয়াজ, মাতা-রাজিয়া বেগম, সাং-কুঞ্জারহাট, চৌকিদার বাড়ি, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা, বর্তমানে-বাস্তুহারা, খালেদার বাসা, থানা-বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের জন্য কিরিচসহ জড়ো হলে তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আমিন কলোনি রেল বিট, শান্তিনগর এলাকা থেকে ২৫টি দেশীয় তৈরি কিরিচ উদ্ধার করা হয়। ধৃতরা আমিন কলোনি শান্তিনগর আতুরার ডিপো রেল বিট এলাকায় বিভিন্ন সময় তুচ্ছ কারণে রক্তক্ষয়ী মারামারিতে লিপ্ত হয়।