সিআইইউতে আউটকাম বেজড এডুকেশন ও সেল্ফ অ্যাসেসমেন্ট শীর্ষক সভা

| বুধবার , ১০ নভেম্বর, ২০২১ at ৮:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর নির্দেশিত নীতিমালার আলোকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সিলেবাস প্রস্তুত ও হালনাগাদকরণের লক্ষ্যে ধারাবাহিক সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)। এরই প্রেক্ষাপটে ‘আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম ও সেল্ফ অ্যাসেসমেন্ট’ শীর্ষক প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিআইইউ ব্যবসা অনুষদের অধ্যাপক ও আইকিউএসির নবনিযুক্ত পরিচালক ড. সৈয়দ মনজুর কাদের। এতে আরো উপস্থিত ছিলেন সিআইইউ’র স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এসএসই)-এর ডিন ও আইকিইএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ রেজাউল করিম এবং ব্যবসা অনুষদের সহযোগী অধ্যাপক ও আইকিইএসি’র অতিরিক্ত পরিচালক ড. ইমন কল্যাণ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সিআইইউর ব্যবসা অনুষদের উপদেষ্টা অধ্যাপক ড. এম আইয়ুব ইসলাম। সভায় অংশ নেন সিআইইউ ব্যবসা অনুষদের ডিন ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, অধ্যাপক ড. এম এম নুরুল আবসার, ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, ড. রোবাকা শমসের, ড. মোসলেহউদ্দিন চৌধুরী খালেদ, ড. আসিফ ইকবাল, স্কুল অব ল’র সহকারি ডিন মোহাম্মদ বেলায়েত হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিভাসুতে ওয়ান হেল্‌থ ডে উদ্‌যাপন
পরবর্তী নিবন্ধ৪৭৫ জন কর্মজীবী মা পেল চিকিৎসা ও স্বাস্থ্য সামগ্রী