ঢাকা মোহামেডান হকি দল শিরোপা জিততে মরিয়া হয়ে এবারে মাঠে নেমেছে। লিগের শুরু থেকেই জয়ের ধারায় রয়েছে দলটি। দলের শক্তি বাড়াতে এবার আর্জেন্টিনা জাতীয় দলের দুই হকি খেলোয়াড়কে দলভুক্ত করেছে মোহামেডান। সাদা-কালো শিবিরে খেলতে আসছেন আর্জেন্টিনা জাতীয় দলের দুই তারকা। ডিফেন্ডার গঞ্জালো পেইলাত আর স্ট্রাইকার হোয়াকিম মেনেনি। এদুজন বর্তমানে বিশ্ব হকিরই দুই সেরা খেলোয়াড়। বর্তমানে জার্মানিতে লিগ খেলছেন পেইলাত। আর মেনেনি খেলছেন নেদারল্যান্ডসে। আগামী ১৪ নভেম্বর ঢাকায় আসবেন তারা। লিগের সুপার সিঙসহ মোট ৬টি ম্যাচে খেলবেন এদুজন। ১৭ নভেম্বর আবাহনীর বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যচে মাঠে নামবে এই দুই আর্জেন্টাইন। ঢাকা মোহামেডানের হকি কমিটির চেয়ারম্যান মনজুর আলম মঞ্জু জানান মূলত সুপার সিক্সের জন্যই তাদের আনা হচ্ছে। এর আগে ১৭ নভেম্বর আবাহনীর বিপক্ষে ম্যাচটি খেলবে তারা। লিগে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে সবগুলোতেই জয় পেয়েছে মোহামেডান। পেইলাতকে বিশ্ব হকির অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে ধরা হয়। ২০১১ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক। পেনাল্টি কর্নার গোল করতে জুড়ি নেই তার। আর্জেন্টিনার জার্সিতে ১৫৩ ম্যাচ খেলে গোল করেছেন ১৭৬টি। ২০১৬ রিও অলিম্পিকে আর্জেন্টিনাকে সোনা এনে দিয়েছিলেন। ১১ গোল করে হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। মেনেনিও আর্জেন্টিনা জাতীয় দলের নিয়মিত স্ট্রাইকার।