আলোচিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের তৃতীয় সিজনে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে নতুন পরিচয় পেয়েছেন ফারিয়া শাহরিন। নাটকটির প্রচার শেষ হলেও মানুষের কাছে তিনি নোয়াখালীর অন্তরা নামে এখনো পরিচিত। খবর বাংলানিউজের।
আলোচিত ‘অন্তরা’ অর্থাৎ মডেল-অভিনেত্রী ফারিয়া শাহরিনের জন্মদিন গতকাল মঙ্গলবার। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন তিনি। কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফারিয়ার চরিত্রটি অতি অল্প সময়ে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছে। প্রচারের পর দেশ-বিদেশ থেকে প্রচুর সাড়াও পেয়েছেন এই তারকা। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর তৃতীয় সিজন প্রচারের পর থেকেই দর্শকরা অধীর আগ্রহে ছিলেন নাটকটির পরের সিজন নিয়ে। ১৭ অক্টোবর নাটকটির চতুর্থ সিজনের ঘোষণা এসেছে। নির্মাতা অমিসহ এর অভিনয় শিল্পীরা ‘৪’ লেখা ফেসবুকে শেয়ার করে এর ঘোষণা দেন। ফারিয়া শাহরিনও একই স্ট্যাটাস শেয়ার করেন। এ থেকে ধারণা করা হচ্ছে, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজনেও থাকছেন ‘অন্তরা’।