ছবির প্রচারণায় শুভ গাইলেন র‌্যাপ সং

| বুধবার , ১০ নভেম্বর, ২০২১ at ৫:১১ পূর্বাহ্ণ

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘অগ্নি’ সিনেমার ‘সহে না যাতনা’ গানের মাধ্যমে গায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে চিত্রনায়ক আরিফিন শুভর। গত বছরের মে মাসে নিজের ইউটিউব চ্যানেলে ‘মনটা বোঝে না’ শিরোনামের পূর্ণাঙ্গ একটি গানচিত্র প্রকাশ করেন তিনি। যাতে বুঁদ হয়েছিলেন তার ভক্তরা। ইউটিউবে দারুণ সাড়া পায় সেটি। অন্যদিকে, শুভর বিগ বাজেটের ‘মিশন এক্সট্রিম’র জন্য অপেক্ষার প্রহর গুনছেন দর্শকরা। যা আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাবে। পর্দায় আসার আগে এটাকে আরও ছড়িয়ে দিতে শুভর গান প্রতিভার আশ্রয় নিয়েছে ছবিসংশ্লিষ্টরা। তৈরি হয়েছে র‌্যাপ গান। যা গেয়েছেন শুভ। এর শিরোনাম ‘অ্যাকশন র‌্যাপ’। যার ফলে এবারই প্রথম বাংলা সিনেমার জন্য কোনও নায়ক র‌্যাপ গাইলেন। শুভ বললেন, ছবিটির মুক্তি অনেকদিন ধরে আটকে ছিল। শুটিং শেষ হওয়ার আগেই আমরা এর প্রচারণা নিয়ে নানারকম ভেবেছিলাম। বিশেষ করে ছবির নির্মাতারা বেশ সজাগ এ বিষয়ে। তাই দেড় বছর আগেই গানটিতে কণ্ঠ দিয়েছিলাম। অবশেষে সেটি প্রকাশ হতে যাচ্ছে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অদিত রহমান। কথা লিখেছেন র‌্যাপার ব্ল্যাক জ্যাং। পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ সিনেমার গল্প-চিত্রনাট্য-পরিচালক সানী সানোয়ার। তার সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আরিফিন শুভ। তাছাড়া তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমানসহ অনেকে অভিনয় করেছেন। কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির সহযোগী প্রযোজক মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব। চলচ্চিত্রটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত।

পূর্ববর্তী নিবন্ধভক্তের চিঠি পেয়ে আবেগাপ্লুত পরীমণি
পরবর্তী নিবন্ধফেরদৌসের ‘ক্ষমা নেই’