বাকলিয়া থানা আওয়ামী লীগের আলোচনা সভা

| মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৭:০৯ পূর্বাহ্ণ

বাকলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে ময়দার মিল মোড়ে দলীয় কার্যালয়ে ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা থানা আওয়ামী লীগের সদস্য মোস্তাকিম বি.কম এর সভাপতিত্বে ও গোলাম রব্বানী মনির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন থানা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী ছিদ্দিক আলম। তিনি বলেন, ৩ নভেম্বর একটি নিষ্ঠুরতম ট্রাজেডি। তারা বঙ্গবন্ধুর মত ও পথকে কলঙ্কমুক্ত করেছেন। এখন ষড়যন্ত্রের জাল ছিন্ন করে শেখ হাসিনার নেতৃত্বে জাতি মাথা তুলে দাঁড়িয়েছে। সভায় বক্তব্য রাখেন হাজী বেলাল, ইসমাইল কোম্পানি, মুছা খান, সর্দার হাসান আলী, আবদুর রহিম, আ ক ম আরিফ, মোরশেদ আলী, আবুল ফয়েজ খোকন প্রমুখ। সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোলাম রব্বানী মনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদলীয় সিদ্ধান্তের বাইরে কারো ঠাঁই আওয়ামী লীগে হবে না
পরবর্তী নিবন্ধচবিতে ১৬১টি গবেষণামূলক বই উপহার দিলেন জাপানী রাষ্ট্রদূত